বাসস
  ০৫ জানুয়ারি ২০২৬, ১৬:১৫

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৯

রাজশাহী, ৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
 
গ্রেফতারকৃতরা হলেন, মো.মোজাম্মেল ওরফে মোজাম (৫০), মো. নাজমুল হক (৩৫),  মো. রাজ্জাক আলী (৪০), মো. লিটন আলী (২৪), মো. সাহারুপ আলী ওরফে রবিন (২২), মো. সাগর আলী (৩২), তাপস বিশ্বাস (২০), মো. অমিত হাসান ওরফে অমি (২৮),এবং মো. রফিকুল ইসলাম (৬০)।

গতকাল রোববার দিবাগত রাতে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 গতকাল দিবাগত রাতে আরএমপির পবা, শাহমখদুম, মতিহার ও কাটাখালি থানা পুলিশ বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে গাঁজা, ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং হেরোইনসহ ৯ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

অভিযানে ৪৯০ গ্রাম গাঁজা, ৬৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ০.৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।