বাসস
  ০৫ জানুয়ারি ২০২৬, ১৬:০৫

খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় নরসিংদীতে ড্যাবের দোয়া মাহফিল

সোমবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

নরসিংদী, ৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর নরসিংদী শাখা এ দোয়া মাহফিলের আয়োজন করে। আজ সোমবার দুপুরে জেলা হাসপাতালের সেমিনার কক্ষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

নরসিংদী জেলা ড্যাবের সভাপতি ডা: এম এস এস হাসার আল জামীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন সৈয়দ আমিরুল হক শামীম।

নরসিংদী জেলা ড্যাবের সাধারণ সম্পাদক নূরুউল্লাহ আল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ড্যাবের সহ-সভাপতি ডা. আব্দুল্লাহ আল মাসুদ, কোষাধ্যক্ষ ডা. প্রণব কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক ডা. আব্দুর রাজ্জাক, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. রাকিবুল হাসান, সহ-দপ্তর সম্পাদক ডা. তারিকুল সরকার, মহিলা বিষয়ক সম্পাদক ডা. শামীম জাহান নূপুর, ডা. খোরশেদ আলম, ডা. আসাদুজ্জামান সুমনসহ অনেক।

এ সময় বক্তারা বেগম খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করেন। পরে দোয়া মোনাজাত শেষে তোবারক বিতরণ করা হয়।