শিরোনাম

রংপুর, ৫জানুয়ারি, ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার বাদ মাগরিব সদর উপজেলার লাহেড়ীরহাট বধ্যভূমি মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. মাসুদ রানা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন সরকার সহসভাপতি নবাব আলী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও পুস্করিণীত ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশীদ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে বিশেষ মোনাজাতের পর স্থানীয় এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।