বাসস
  ০৫ জানুয়ারি ২০২৬, ১৫:৪৫

রাজশাহীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহী, ৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রাজশাহীর তানোরে দীর্ঘদিন আত্মগোপনে থাকা ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি মো. নাইমুলকে (৪৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। 

গতকাল রোববার দিবাগত রাতে তাকে তানোর থানাধীন চান্দুরিয়া ইউপিস্থ আরাজি এক্তারপুর নামক এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নাইমুল গোদাগাড়ী উপজেলার কসিয়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে তানোর থানাধীন আরাজি এক্তারপুর এলাকায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছদ্মবেশে গা ঢাকা দিয়ে আছে। পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা দল আসামির গতিবিধি পর্যবেক্ষণ করে ঘটনাস্থলে অভিযান চালিয়ে নাইমুলকে গ্রেপ্তার করে।

আসামি মামলায় দোষী সাব্যস্থ হওয়ায় বিচারক তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এরপর থেকেই তিনি পলাতক। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।