বাসস
  ০৫ জানুয়ারি ২০২৬, ১৫:৪০

জবি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত

ফাইল ছবি

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান)-এর ‘এ’ ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

আজ সোমবার বিজ্ঞান অনুষদের ডিন ও ইউনিট ‘এ’-এর ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট jnuadmission.com থেকে নিজ নিজ প্যানেলে লগইন করে পরীক্ষার ফলাফল জানতে পারবেন।

এতে আরও উল্লেখ করা হয়, ভর্তি সংক্রান্ত যাবতীয় পরবর্তী কার্যক্রম ও নির্দেশনা যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।