বাসস
  ০৫ জানুয়ারি ২০২৬, ১৫:২০

ফেনীতে আনসার ভিডিপি দিবস উদযাপন

আজ সোমবার বাংলাদেশ আনসার ভিডিপি,টিডিপির ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জেলায় র‌্যালি উদ্বোধনের সময় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

ফেনী, ৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহনের জন্য  সারাদেশে ৬০ লাখ প্রশিক্ষিত আনসার ভিডিপি, টিডিপি সদস্য  প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন জেলা আনসার ভিডিপির কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীন।

আজ সোমবার বাংলাদেশ আনসার ভিডিপি,টিডিপির ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জেলায় র‌্যালি উদ্বোধনের সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো  বলেন,১৯৭৬ সালে ৫ জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আনসার ভিডিপির প্রতিষ্ঠা করেন। সারাদেশে সবচেয়ে বড় আইন শৃঙ্খলা বাহিনী হচ্ছে আনসার ভিডিপি,টিডিপি। এ বাহিনী মহান স্বাধীনতা যুদ্ধের সময় অসামান্য অবদান রেখেছেন। অনেক সদস্যকে প্রান দিতে হয়েছে। তারা সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছে।

হেলাল উদ্দীন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যেগে সারাদেশে বেকার যুবক ও যুবতিদের প্রশিক্ষিত করে গড়ে তুলেছে এ বাহিনী। প্রশিক্ষন শেষে বাহিনীর সদস্যদের নিজ নিজ ইউনিয়নে,নিজ গ্রামে দায়িত্ব দেওয়া হয়।

জেলা আনসার কমান্ড্যন্ট কার্যালয় প্রাঙ্গনে বেলুন উড়িয়ে এ র‌্যালির উদ্বোধন  করা হয়। র‌্যালিটি জেলা কার্যালয় থেকে বের হয়ে মহিপাল বাইপাস সড়ক স্টারলাইন হাসপাতাল হয়ে জেলা কার্যালয়ে শেষ হয়।

এসময় ফুলগাজী উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা আমির হোসেন, দাগনভূঞা কর্মকর্তা মিজানুর রহমান, পরশুরাম কর্মকর্তা আবুল বাশার সহ আনসার ভিডিপির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।