বাসস
  ০৫ জানুয়ারি ২০২৬, ১৪:৪৯

চিতলমারীতে এতিমখানা ও দুস্থ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

চিতলমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার দুপুরে উপজেলা প্রাঙ্গণে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। ছবি : বাসস

বাগেরহাট, ৫ জানুয়ারি ২০২৬ (বাসস): শীতের তীব্রতা ক্রমশ বাড়তে থাকায় চিতলমারীতে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে ৪ শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

চিতলমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার দুপুরে উপজেলা প্রাঙ্গণে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

আজ বড়গুনী মদিনাতুল উলুম এতিমখানা, সন্তোষপুর বটতলা নূরানী কেবাতিয়া এতিমখানা, উত্তর লড়ারকুল তালিমূল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, রহমতপুর হেমায়েতিয়া এতিমখানা, পরানপুর ডোবাতলা ইসলামীয়া এতিমখানা, শামসুল উলুম খাদেমুল ইসলাম ঘোলা এতিমখানা, বড়গুনি জামালুল কুরআন নাহারুন্নেসা মহিলা মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও দুস্থ্যদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

এসব কম্বল বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন। 

এসময় তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের নৈতিক সামাজিক দায়িত্ব। 

প্রতিবছরের ন্যায় এ বছর সরকার মানবসেবা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। 

শীতবস্ত্র বিতরণ তারই ধারাবাহিক অংশ।

চিতলমারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান। এছাড়াও শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিঠুন মৈত্র, উপজেলা  সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আনসারী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান প্রমুখ।

দরিদ্র ও অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করায় তাদের মুখে স্বস্তির হাসি ফুটেছে।