বাসস
  ০৩ জানুয়ারি ২০২৬, ১৪:১৫

সাতক্ষীরায় মাটিবোঝাই  ট্রলি ও ইজিবাইকের সংঘর্ষে এক কলেজ ছাত্রী নিহত

সাতক্ষীরা, ৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার কলারোয়ায় মাটিবোঝাই ট্রলি ও ইজিবাইকের সংঘর্ষে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলা সদরের বেত্রাবতী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত কলেজ ছাত্রীর নাম সুরাইয়া খাতুন (১৮)। সে কলারোয়া উপজেলার ছলিমপুর গ্রামের ওজিহার রহমানের মেয়ে এবং কলারোয়া সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইজিবাইকযোগে সুরাইয়া কলেজে যাওয়ার পথে বেত্রাবতী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে সেখানে একটি মাটিবোঝাই  ট্রলি হঠাৎ করে ডানে মোড় নেয়। এসময় ইজিবাইকটি নিয়ন্ত্রন হারিয়ে ট্রলিতে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। এতে গুরুতর আহত হয় কলেজ ছাত্রী সুরাইয়া। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এ ব্যাপারে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়েছি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।