বাসস
  ০৩ জানুয়ারি ২০২৬, ১৪:০২

খালেদার রূহের মাগফেরাত কামনায় সিরাজগঞ্জ প্রেসক্লাবে দোয়া মাহফিল 

ছবি: বাসস

সিরাজগঞ্জ, ৩ জানুয়ারি, ২০২৫ (বাসস): দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আজ শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে সিরাজগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মো. এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না।

এ-সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক আব্দুল কুদ্দুস, কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইসী, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাজেদুল ইসলাম মিলন, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ নওশাদ, কালবেলার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস প্রমুখ।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, খালেদা জিয়ার দেশের প্রতি ভালোবাসা, মাটির প্রতি ভালোবাসা এবং মানুষের প্রতি তার অগাধ ভালোবাসাই বাংলাদেশের সাধারণ মানুষগুলোকে আলোড়িত করেছে।

তারা আরো বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে যখন তার অভিভাবকত্ব সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, ঠিক সেই সময় তার চলে যাওয়ায় মানুষ সবচেয়ে বেশি মর্মাহত হয়েছে। সে কারণেই দেশনেত্রীর নামাজে জানাজায় তার রুহের মাগফিরাত কামনায় মানুষ সমবেত হয়েছে এবং চোখের পানি ফেলেছে।

শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান বলেন, বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া ছিলেন এক বিরল ব্যক্তিত্ব। যিনি তার নীতির প্রশ্নে কখনো আপস করেননি।
তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপস করেননি। যিনি তার সমগ্র জীবন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে লড়াই করেছেন, কারাভোগ করেছেন। শেষদিন পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন। কিন্তু কখনও তিনি দেশ ছেড়ে চলে যাননি।

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও দেশের গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মো. নুরনবী হোসাইনী।