বাসস
  ০৩ জানুয়ারি ২০২৬, ১২:২৪
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ১২:৩৯

চবি’র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে

ছবি: বাসস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার বেলা ১১টা ১৫ মিনিটে এই ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়।

সমাজবিজ্ঞান, আইন, শিক্ষা ও জীববিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগ নিয়ে গঠিত ‘ডি’ ইউনিটের ৮৪৯টি সাধারণ আসনের বিপরীতে আবেদন করেছেন ৫১ হাজার ৫০৬ ভর্তিচ্ছু। অর্থাৎ ‘ডি’ ইউনিটের প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ৬১ জন পরীক্ষার্থী।

চবি ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ও  রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 

‘ডি’ ইউনিটে ৫১ হাজার ৫০৬ জন আবেদনকারীর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি আবেদন করেছেন ২৩ হাজার ৩৭১ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০ হাজার ৫৪৩ জন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৭ হাজার ৫৯২ জন।

এর আগে, গতকাল ২ জানুয়ারি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

আগামী ৫ জানুয়ারি ‘ডি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা অনুষদভুক্ত ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগ নিয়ে গঠিত এই উপ-ইউনিটে ৪০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ হাজার ৪২১ জন পরীক্ষার্থী। 

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিবেন ৯১১ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪০৪ জন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১০৬ জন।

৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘বি-১’ এর ভর্তি পরীক্ষা। নাট্যকলা, সংগীত ও চারুকলা বিভাগ নিয়ে গঠিত এই উপ-ইউনিটে ১৩৫টি আসনের জন্য আবেদন করেছেন ১ হাজার ৬৪৫ জন শিক্ষার্থী। 

এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিবেন ৬৩২ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৯১৭ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৯৬ জন।

৮ জানুয়ারি হবে ‘বি-২’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা। আরবি, ইসলামিক স্টাডিজ ও পালি বিভাগ নিয়ে গঠিত এই উপ-ইউনিটে ২৮০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪ হাজার ৮৪৯টি। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিবেন ৩ হাজার ৫৫৭ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৪০ জন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৫২ জন।

৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত এই ইউনিটের ছয়টি বিভাগের ৫১০টি সাধারণ আসনের বিপরীতে আবেদন করেছেন ১৬ হাজার ৯২৫ জন শিক্ষার্থী। 

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিবেন ১০ হাজার ৫৩৪ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৩১৫ জন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৭৬ জন।

১০ জানুয়ারি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত এই ইউনিটে (নাট্যকলা, চারুকলা, আরবি, ইসলামিক স্টাডিজ, পালি ও সংগীত বিভাগ ব্যতীত) সাধারণ আসন ৬৯০টি। 

এতে আবেদন করেছেন ৬৯ হাজার ২৮৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিবেন ৩৩ হাজার ৪০৬ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২১ হাজার ৫৭৪ জন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৪ হাজার ৩০৭ জন।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার দিনগুলোতে শাটলট্রেনের শিডিউল বাড়ানো হয়েছে। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন। ছবি : সংগৃহীত

এ দিনগুলোতে চট্টগ্রাম নগরের বটতলী স্টেশন থেকে সকাল ৭টা, ৭টা ১৫ মিনিট, ৯টা ২০ মিনিট (ষোলশহর থেকে), ৯টা ৫০ মিনিট (ষোলশহর থেকে), দুপুর ২টা ৫০ মিনিট, ৩টা ৫০ মিনিট ও রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে আসবে। 

অন্যদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্টেশন থেকে সকাল ৮টা ২০ মিনিট (ষোলশহর পর্যন্ত), ৮টা ২৫ মিনিট (ষোলশহর পর্যন্ত), দুপুর দেড়টা, আড়াইটা, বিকাল ৪টা, সাড়ে ৫টা ও রাত সাড়ে ৯টায় নগরীর বটতলীর উদ্দেশে শাটল ট্রেনটি ছেড়ে যাবে।