বাসস
  ০২ জানুয়ারি ২০২৬, ১৫:০১

বরিশালে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, দুই জনের স্থগিত

বরিশাল,২ জানুয়ারি,২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলায় সংসদীয় ৬ টি আসনের মধ্যে প্রাথম ধাপে তিনটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়েছে।

বরিশাল সংসদীয় ৪, ৫ ও ৬ আসের মধ্যে বরিশাল সদর ৫ আসন থেকে দুইজনের মনোনয়ন বাতিল ঘোষনা করেছে রিটার্নিং কর্মকর্তা।

এছাড়াও বরিশাল সদর ৫ আসনে একজন ও বরিশাল ৬ বাকেরগঞ্জ আসনে একজনের মনোনয়নপত্র স্থগিত  রাখা হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করেন। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বরিশালের তিনটি সংসদীয় আসনে আজ ২১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করা হয়।

বাতিল হওয়া দুই জনের মধ্যে বরিশাল সদর ৫ আসনে খেলাফত মজলিসের প্রার্থী এ কে এম মাহবুব আলম মনোনয়ন পত্রের ২০ নম্বর পাতায় স্বাক্ষর না করা ও ২১ নম্বর পাতা পুরন না করায় তার মনোনয়নপত্র বাতিল হয়। এছাড়া বরিশাল সদর ৫ আসনের স্বতন্ত্র প্রার্থীর দেয়া ভোটার লিষ্ট ও প্রস্তাব, সমর্থনকারীর তথ্য সঠিক না ধাকায় তার মনোনয়ন বাতিল করা হয়।

এছাড়া আয়কর রির্টান সার্টিফিকেট না থাকা, ১০ বি ফরম যুক্ত না থাকা ও ছবি সত্যায়িত না থাকায় বরিশাল ৬ বাকেরগঞ্জ আসনের মুসলীম লীগের প্রার্থী আব্দুল কুদ্দুস ও হলফনামায় স্বাক্ষর না থাকা, অঙ্গিকার নামায় অসঙ্গতি থাকায় বরিশাল সদর ৫ আসনের বাসদের প্রার্থী ডা. মনিষা চক্রবর্ত্তীর মনোনয়ন পত্র স্থগিত করা হয়েছে।  বাকি ১৭ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

আগামীকাল শনিবার বরিশাল ১,২,৩ সংসদীয় আসনের মনোনয়ন বাছাই করা হবে।জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খাইরুল আলম সুমন জানান, প্রথম ধাপে তিনটি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়ন বাছাই করা হয়েছে। এতে দুটি মনোনয়ন বাতিল ও দুটি স্থগিত করা হয়েছে। তিনি জানান, নির্বাচন ঘিরে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

উল্লেখ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের সংসদীয় ৬ টি আসন থেকে মোট ৬২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর মধ্যে ৪৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।