শিরোনাম

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা জাতীয়তাবাদী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ফোরাম আজ কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে।
শোক কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে প্রায় একশ’ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমবেত হন। তারা কালো ব্যাজ ধারণ করে প্রয়াত এই নেত্রীর প্রতি শ্রদ্ধা জানান।
কর্মসূচিতে বক্তব্য দেন জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মো. শামসুল আলম। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন নরমভাষী, সহনশীল ও মানবিক নেতা। গণতন্ত্রের সংগ্রামে তিনি সারাজীবন নিজেকে উৎসর্গ করেছিলেন।
তিনি বলেন, টানা ১৬ বছরের বেশি সময় নিপীড়ন ও অবিচার সহ্য করেও তিনি কখনও কারও প্রতি বিদ্বেষ প্রকাশ করেননি। বারবার গৃহচ্যুত ও কারাবন্দি হলেও দেশের মাটির প্রতি গভীর ভালোবাসা থেকে তিনি কখনও দেশ ছাড়ার কথা ভাবেননি।
কালো ব্যাজ ধারণ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে জাবির উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. এম মাহফুজুর রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।
তিনি বলেন, তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দেশ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এই মর্মান্তিক সংবাদে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে এবং কালো ব্যাজ ধারণের মাধ্যমে শোক পালন করছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না। গণতন্ত্র রক্ষায় তাঁর ভূমিকার মাধ্যমে তিনি সমগ্র জাতির অভিভাবকে পরিণত হয়েছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দিন। এ সময় ফোরামের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম আব্দুর রব, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম এবং জাতীয়তাবাদী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ফোরামের আহ্বায়ক অধ্যাপক মাফরুহী সাত্তারসহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।