শিরোনাম

সাতক্ষীরা, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়ে বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে মাদ্রাসা শিক্ষার্থীরা এ কোরআন খতমে অংশ নেন।
এসময় সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক আহবায়ক শের আলী ও সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহাবায়ক কামরুজ্জামান ভুট্টোসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।