বাসস
  ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৮

বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহীতে বিএনপির দোয়া

ছবি : বাসস

রাজশাহী, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহী মহানগরীতে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, সাবেক আহবায়ক এড. এরশাদ আলী ঈশা, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি অ্যাড. ওয়ালিউল হক রানা, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও রাজশাহী মহানগর বিএনপির অন্তর্গত বিভিন্ন থানার উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে মহানগর দলীয় কার্যালয়ে বিভিন্ন পাড়া মহল্লা ও ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা ভিড় জমিয়েছেন। নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। রাস্তাঘাট ও চা দোকান এবং হোটেল রেস্তোরাঁয় বেগম খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ হচ্ছে। 

প্রসঙ্গত, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ছয়টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া।