শিরোনাম

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে রাশিয়া। বেগম খালেদা জিয়ার শাসনামলে দ্বিপাক্ষিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষায় তাঁর ভূমিকার কথা স্মরণ করেছে রাশিয়া।
বাংলাদেশে রাশিয়ার দূতাবাস আজ এক শোকবার্তায় জানিয়েছে,‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে আমরা গভীরভাবে শোকাহত।’
শোকবার্তায় আরও বলা হয়, ‘তিনবার সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালনকালে আমাদের দেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য রাশিয়া তাঁকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।’
দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা তাঁর পরিবার, বন্ধু এবং দলের সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’