বাসস
  ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬:০১

খালেদা জিয়ার মৃত্যুতে বরগুনা জেলা বিএনপির শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করছে বরগুনা জেলা বিএনপি।। ছবি: বাসস

বরগুনা, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করছে জেলা বিএনপি। কেন্দ্রীয় সিদ্ধান্তের অংশ হিসেবে এ কর্মসূচি চলছে। 

আজ মঙ্গলবার আপোসহীন নেত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে জেলার নেতাকর্মীরা জেলা বিএনপি কার্যালয়ে ভিড় করা শুরু করেন। দলীয় কর্মসূচির অংশ হিসেবে ধারণ করা হয়েছে কালোব্যাজ। 

দলীয় কার্যালয়ের সামনে টানানো হয়েছে কালোপতাকা। চলছে কোরআন খতম। সকালে থেকেই জেলা বিএনপি কার্যালয়ে কোরআন তেলোয়াত চলছে। বরগুনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি এজেডএম সালেহ ফারুকের নেতৃত্বে দলের নেতা কর্মীরা কার্যালয়ে অবস্থান করছেন।

আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুকে আলিঙ্গন করেন।   

দেশনেত্রী বেগম জিয়াকে স্মরণ করে দলের নেতা-কর্মীরা বলেন, স্বৈরাচার, ফ্যাসিবাদ ও গণতন্ত্রহরণের বিরুদ্ধে আজীবন লড়াই করা এই মহীয়সী নারী কখনো ক্ষমতার কাছে মাথা নত করেননি। জেল-জুলুম, নিপীড়ন, মিথ্যা মামলা, অসুস্থতা—সবকিছুকে তুচ্ছ করে তিনি বুক উঁচিয়ে দাঁড়িয়ে ছিলেন এ দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার প্রতীক হয়ে। তাঁর আদর্শ, ত্যাগ ও সংগ্রাম যুগের পর যুগ মুক্তিকামী মানুষের অনুপ্রেরণা হয়ে থাকবে।