শিরোনাম

সিলেট, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর আসার পর পর তাঁর রূহের মাগফিরাত কামনায় সিলেটের বিভিন্ন মাদরাসায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে বেদনা-ভারাক্রান্ত মনে নগরবাসীর দিনের শুরু হয়। সিলেটের সর্বত্রই এখন আলোচ্য বিষয় বেগম জিয়া। বিশেষ করে বিভিন্ন সময় জীবন বাজি রেখে তাঁর সাহসী উচ্চারণ, আপসহীন-সংগ্রামী ভূমিকার কথাই ঘুরেফিরে ছিলো আলোচনায়।
যে মাদরাসায় খতমে কোরআনের আয়োজন করা হয়েছে সেগুলো হচ্ছে— হযরত শাহজালাল (রহ.) মাদরাসা, নয়াসড়ক মাদরাসা, কাজির বাজার মাদরাসা, দারুস সালাম মাদরাসা।
সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বাসস’কে জানান, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে নগরবাসী শোকাভিভুত। আমরা নগরীর বিভিন্ন মাদরাসায় খতমে কোরআনের আয়োজন করেছি। আজ মাঙ্গলবার বাদ আসর দরগাহ-ই-হযরত শাহজালাল মসজিদ প্রাঙ্গনে সিলেট মহানগর বিএনপি’র উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
তিনি আরো জানান, দোয়া মাহফিল শেষে সিলেটের বিপুল পরিমাণ বিএনপি’র নেতাকর্মী জানাযায় অংশ নেবার জন্যে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।