শিরোনাম

বরিশাল, ২৯ ডিসেম্বর ২০২৫ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ৬ টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা।
আজ সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বেলা ১২টা থেকে মনোনয়ন পত্র দাখিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী বাংলাদেশ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল ( বাসদ), ইসলামী আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও স্বতন্ত্র প্রার্থীরা।
দুপুর ১টার দিকে বরিশাল ৩ বাবুগঞ্জ- মুলাদী আসনে মনোনয়ন জমা দিতে রিটানিং কর্মকর্তার কার্যালয়ে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন। দুপুর ২টায় মনোনয়ন জমা দেন বরিশাল সদর ৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
এর আগে সকালে মনোনয়নপত্র জমা দেন বাসদের বরিশাল সদর ৫ আসনের প্রার্থী মনীষা চক্রবর্তী। পরে মনোনয়ন জমা দেন বরিশাল সদর ৫ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল।
প্রার্থীদের সাথে কথা বলে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে মানুষ ভোট দিতে পারবে বলে তারা আশাবাদী।
তারা মনে করেন, ভোটের পরিবেশ কেমন থাকবে সেটা নিয়ে জনগণের মধ্যে এখনও শঙ্কা রয়েছে। তাই তাদের শঙ্কা দূর করে আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি। প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ালে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ, দেশের জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে।
উল্লেখ, বরিশালের ৬ টি সংসদীয় আসনে আজ শেষ দিন পর্যন্ত ৪৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।