শিরোনাম

রাজশাহী, ২৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস): রাজশাহীর তানোর থেকে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ ১টি বিদেশি পিস্তল ও পাইপগান উদ্ধার করেছে র্যাব-৫।
গতকাল শনিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে জেলার তানোর থানাধীন চুনিয়াপাড়া গ্রাম থেকে এ বিদেশি পিস্তল ও পাইপগান উদ্ধার করা হয়।
আজ রোববার দুপুরে র্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পায়, যে চুনিয়াপাড়া গ্রামের এক বাড়ির পাশে অস্ত্র লুকিয়ে রাখা রয়েছে। বিষয়টি জানতে পেরে র্যাবের ওই দলটি চুনিয়াপাড়া গ্রামের জনৈক এন্তাজ আলীর বসত বাড়ির পাশ থেকে ও একই এলাকার আ. সোবাহানের বাড়ির উত্তর পাশ থেকে এবং জয়নালের বসত বাড়ির উত্তর পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ২টি খালি ম্যাগাজিন, ৫ রাউন্ড পিস্তলের গুলি, ১২টি শর্টগানের গুলি, ৪ টি পাইপগান, ৬টি চিকন পাইপসহ অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধার করে। অস্ত্র ও গুলিসহ অন্যান্য মালামাল জিডিমূলে তানোর থানায় হস্থান্তর করা হয়েছে।