বাসস
  ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৬

যশোরে শীতার্ত মানুষের মধ্যে বিজিবির কম্বল বিতরণ

আজ যশোরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ বিজিবির । ছবি : বাসস

যশোর, ২৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : যশোর শহর ও জেলার সীমান্তবর্তী বেনাপোল এলাকায় শীতার্ত ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি’র যশোর রিজিয়ন সদর দপ্তর ও যশোর বিজিবি (৪৯ ব্যাটালিয়ন) যৌথভাবে এই কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করে। এর অংশ হিসেবে শনিবার গভীর রাতে যশোর শহরের রেলস্টেশন এলাকা ও জেলার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দর এলাকায় ছিন্নমূল নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করেন বিজিবি কর্মকর্তারা।

কার্যক্রমে নেতৃত্ব দেন যশোর বিজিবি’র (৪৯ ব্যাটালিয়ন) উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ। তিনি জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী যশোর শহর ও বেনাপোলে দুইশ’ জন দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনের পাশাপাশি সীমান্ত এলাকার মানুষের জন্য বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।