শিরোনাম

মুন্সীগঞ্জ, ২৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলার মিরকাদিম পৌরসভায় সদর উপজেলা প্রশাসন অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
গতকাল শনিবার দিবাগত রাত ৯টায় সদর উপজেলা নির্বাহী অফিসার মো.মাসুদুর রহমান মিরকাদিম পৌরসভায় বিভিন্ন স্থানে বেদে সম্প্রদায়সহ ছিন্নমুল, অসহায় ও দুস্থদের মাঝে ২০০ শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সৈয়দ মোহাম্মদ মর্তুজা বর্ষণ এবং মো.ফারহানুল আলম।গত ২/৩ দিনের প্রচণ্ড শৈত্য প্রবাহে ছিন্নমুল এসব মানুষ শীতবস্ত্র পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে।সদর উপজেলা প্রশাসন জানায়, দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।