বাসস
  ২৭ ডিসেম্বর ২০২৫, ২০:৩১

দিনাজপুরে রঙিন ফুলকপি’র প্রদর্শনী 

ছবি : বাসস

দিনাজপুর, ২৭ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলার বিরল উপজেলায় আজ ‘দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প’র আওতায় বাস্তবায়িত রঙিন ফুলকপির প্রদর্শনী ক্ষেত পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ। 

আজ শনিবার বিকালে বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের ওকড়া গ্রামের কৃষক মো. মুনির উদ্দিন মিন্টু’র ৩০ শতাংশ জমিতে উৎপাদিত রঙিন ফুলকপি’র প্রদর্শনী ক্ষেত পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. সাবেত আলী।

শনিবার সন্ধ্যায় জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফজাল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।

রঙিন ফুলকপির প্রদর্শনী ক্ষেত পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে প্রকল্প পরিচালক আবু রেজা মো. আসাদুজ্জামান, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. আনিসুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. বরকত উল্লাহ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহজাহান আলী, কৃষক মুনির উদ্দিন মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

বিরল উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার জানান, এবার এ উপজেলায় ৫০ জন কৃষক রঙিন ফুলকপি চাষ করে সফল হয়েছেন। তারা বাজারে দামও ভালো পেয়েছেন। উৎপাদিত রঙিন ফুলকপি প্রতিদিন দেশের বিভিন্ন জেলায় পরিবহনযোগে নেয়া হচ্ছে।