শিরোনাম

ময়মনসিংহ, ২৫ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় স্থানীয় তরুণ শিল্পীদের পরিবেশিত দেশাত্মবোধক গান আর এলইডি পর্দায় নির্বাচনী প্রচার ভিডিও প্রদর্শনীর মাধ্যমে ময়মনসিংহে ভোটের গাড়ির সফর শুরু হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোট নিয়ে দেশব্যাপী প্রচারে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি আজ বৃহস্পতিবার সকাল ৮টায় নগরীর সার্কিট হাউজ মাঠে প্রবেশ করে।
এসময় সুপার ক্যারাভানের শিল্পী-কুশলীদের স্বাগত জানান, জেলা তথ্য কার্যালয়ের পরিচালক মীর আকরাম।
শব্দযন্ত্র স্থাপনসহ অন্যান্য প্রস্তুতি নিয়ে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শিল্পী-কুশলীদের ভোটের গাড়ির পরিবেশনা উপভোগ করতে শীতের সকালেও জনমানুষের পদভারে মুখরিত হয় সার্কিট হাউজ মাঠ।
প্রধান উপদেষ্টার নির্বাচনী ভিডিও বার্তা দিয়ে শুরু হওয়া এ পরিবেশনায় 'আমারই দেশ সব মানুষের', 'তীরহারা ঐ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে', 'রেললাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে', 'সব ক'টা জানালা খুলে দাও না' এমন সব দেশের গান আর নির্বাচনী ভিডিও প্রদর্শনী মানুষের মন কেড়েছে। অনুষ্ঠান শেষে শাহিনুর আলমের তত্ত্বাবধানে ভোটের গাড়িটি ময়মনসিংহ থেকে নেত্রকোনার উদ্দেশ্যে যাত্রা করে। নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সরকারি প্রচার কাজে নিয়োজিত জেলা তথ্য অফিস সূত্র জানায়, চলতি সফরসূচি অনুসারে আগামী ২৮ থেকে ৩০ ডিসেম্বর ময়মনসিংহের অন্যান্য উপজেলাগুলো সফর করবে এ ভ্রাম্যমাণ সুপার ক্যারাভান।
এর আগে গত সোমবার (২৩ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ভ্রাম্যমাণ সুপার ক্যারাভান ভোটের গাড়ি উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট। এই লক্ষ্য সামনে রেখে যাত্রা শুরু করেছে ১০টি ভোটের গাড়ি-সুপার ক্যারাভান। এসব গাড়ি দেশের ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় ঘুরে বেড়াবে। তারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে, ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে।