বাসস
  ২৫ ডিসেম্বর ২০২৫, ১৬:৫২
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৮

আমার একটি পরিকল্পনা আছে : তারেক রহমান

বৃহস্পতিবার রাজধানীর পূর্বাচলের ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ এলাকায় গণসংবর্ধনায় বক্তব্য দেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : স্ক্রিনশট

ঢাকা, ২৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের জন্য আমার একটি পরিকল্পনা আছে। আমি এ পরিকল্পনা  বাস্তবায়নে আপনাদের সহযোগিতা চাই।

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পূর্বাচলের ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ এলাকায় গণসংবর্ধনা মঞ্চে তিনি এ কথা বলেন। 

তারেক রহমান বলেন, আপনারা কি মার্টিন লুথার কিং এর নাম শুনেছেন? তার একটি বিখ্যাত ডায়ালগ আছে। ‘আই হ্যাভ এ ড্রিম’। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই,  দেশের জনগণের জন্য আমার একটি পরিকল্পনা আছে। এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। এই পরিকল্পনা বাস্তবায়নে এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, সারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে যত মানুষ আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে।

তারেক রহমান তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপস্থিত জনতার সহযোগিতা প্রত্যাশা করে বলেন, আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা এ পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম হব। আসুন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে প্রার্থনা করি, তিনি যেন আমাদেরকে রহমত দেন। তাহলে আমরা এই দেশের মানুষ কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারব।

তিনি আরো বলেন, আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি,  ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে এসে আমরা সকলে নবী করীম (সা.) এর ন্যায়পরায়নতার আলোকে দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব।