বাসস
  ২৫ ডিসেম্বর ২০২৫, ১৯:৪০

নেত্রকোণায় নানা আয়োজনে ‘বড়দিন’ উদযাপন 

ছবি : বাসস

নেত্রকোণা, ২৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সীমান্তবর্তী দুই উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দাসহ জেলায় আজ নানা আয়োজনের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মীলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উদযাপন করা হচ্ছে।  

বিশেষ প্রার্থনা ও কেক কাটা, আত্মীয়দের বাসায়  বেড়ানো, শিশুদের উপহার আর বড়দের সাথে সৌজন্য সাক্ষাৎ সহ আনন্দের মধ্যদিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে। 

বৃহস্পতিবার দুর্গাপুর উপজেলার রানীখং ক্যাথলিক গির্জা, উৎরাইল ধর্মপল্লী সহ ৭১ টি গীর্জায় বড়দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলমাকান্দা উপজেলার রানীগাঁও, পাঁচগাঁও সহ ৩৬ টি গির্জায়ও বড়দিনের আয়োজন করা হয়েছে। এছাড়াও জেলার আরো বিভিন্ন স্থানে ১৫টি গির্জা সহ সর্বমোট ১২৩ টি গির্জায় বড়দিনের আয়োজন করা হয়েছে। এদিন সকালে গির্জাগুলোতে বিশেষ প্রার্থনা শেষে দিনব্যাপী নানা আয়োজনের কথা জানান খ্রিষ্টান ধর্মালম্বীরা।

বৃহস্পতিবার সকালে দুর্গাপুর পৌর শহরের বিরিশিরি ব্যাপ্টিস্ট মাতৃমন্ডলী গির্জায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় ধর্মীয় সংগীতের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে কেক কেটে যীশু খ্রীষ্টের জন্মদিন পালন করেন খ্রিস্টান ধর্মালম্বীরা।

স্থানীয় খ্রিস্টান ধর্মালম্বীরা জানান, শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপন করতে পেরে তারা স্বস্তিবোধ করছেন। দিবসটি উদযাপনে অনেকেই দূর-দূরান্ত থেকে ছুটিতে বাড়ি এসেছেন। বড়দিন তাদের কাছে শুধু একটি ধর্মীয় উৎসবই নয়, বরং এটি এক মিলন মেলা। 

দুর্গাপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা  আফরোজা আফসানা বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় ছোট বড় ৭০টি গীর্জায় একযোগে এ উৎসব পালিত হচ্ছে। উৎসব পালনের জন্য প্রতিটি গীর্জায় পাঁচশো কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

বড়দিনকে কেন্দ্র করে জেলায় কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুর রহমান। তিনি জানান, জেলায় এবছর ১২৩টি গির্জায় বড়দিনের আয়োজন করা হয়েছে। উৎসব শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও মাঠে সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে। 

এদিকে, ‘বড়দিন’ উপলক্ষে সরকারি ছুটি থাকায় জেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা জেলার সীমান্তবর্তী ও পাহাড়ি দুই উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ভীড় জমিয়েছেন।