শিরোনাম

কিশোরগঞ্জ, ২৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় নানা আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে। দিনব্যাপী এসব আয়োজনে ছিল প্রার্থনা, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আজ বৃহস্পতিবার সকালে বড়দিন ও আসন্ন নতুন বছরকে স্বাগত জানাতে কিশোরগঞ্জ শহরের গাইটাল শিক্ষকপল্লী এলাকায় সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট চার্চে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরে মিশন স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও আনন্দানুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতে সংগীত পরিবেশন করেন সুদীপ্তা সরকার তরু। এ আয়োজন ঘিরে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের মধ্যে ছিল উৎসবের আমেজ ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়।
এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসূল ঘোষ পলাশ, র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের ডিএডি জুলহাস উদ্দিন, এনএসআইয়ের ফিল্ড অফিসার মো. রাসেল রানা, সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট চার্চ স্কুলের অধ্যক্ষ উজ্জ্বল বাংসা, অ্যাডভোকেট সমর সরকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বড়দিনের তাৎপর্য তুলে ধরে শান্তি, সম্প্রীতি ও মানবিক সমাজ গঠনের আহ্বান জানান। তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে ভালোবাসা ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় করাই বড়দিনের মূল শিক্ষা।