বাসস
  ২৩ ডিসেম্বর ২০২৫, ১৭:২০
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৮

তারেক রহমানকে স্বাগত জানাতে পঞ্চগড় থেকে ঢাকা যাবেন নেতাকর্মীরা

ছবি: বাসস

পঞ্চগড়, ২৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন স্বরণীয় করে রাখতে এবং তাকে স্বাগত জানাতে ঢাকা যাবেন পঞ্চগড়ের ৫ হাজার নেতাকর্মী। 
আজ মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু জানান, নেতাকর্মীদের ঢাকায় যাতায়াতের সুবিধার্থে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা বিএনপি। 

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে আগামীকাল (২৪ ডিসেম্বর) পঞ্চগড়ের পাঁচ উপজেলার ৪-৫ হাজার নেতাকর্মী ঢাকার উদ্যেশে রওনা হবেন। এজন্য জেলা বিএনপির পক্ষ থেকে ৪টি বাস এবং ট্রেনের ৪টি বগি ভাড়া করা হয়েছে। এছাড়া বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন পর্যায় থেকে আলাদা ভাবে বাস-মিনিবাস যোগে সুবিধাজনক সময়ে নেতাকর্মীরা রওনা হবেন। বেশ কিছু মাইক্রোবাসও যাবে। অনেকেই এককভাবে আজকেও রওনা হয়েছেন। সবমিলিয়ে ৪-৫ হাজার নেতাকর্মী যাবেন।

তিনি বলেন, দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন আমাদের নেতা তারেক রহমান। তার প্রত্যাবর্তনে আমরা ভীষণ উচ্ছ্বসিত। নেতাকে একনজর দেখার জন্য জেলার নেতাকর্মীরা দলে দলে ঢাকায় যাবেন। প্রতিটি নেতাকর্মীর মধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর পরিবার নিয়ে বাংলাদেশ থেকে লন্ডনে যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর তিনি আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দেশে ফিরছেন।