শিরোনাম

ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বিশ্বের ৭টি দেশে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
সাতটি দেশ হচ্ছে- সিঙ্গাপুর, ওমান, মালয়েশিয়া, বাহারাইন, কুয়েত, সৌদি আরব পশ্চিম অঞ্চল এবং দক্ষিণ কোরিয়া শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সই করা এক বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
একই সঙ্গে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এসব কমিটি অনুমোদন করেন।
কমিটিতে সিঙ্গাপুরের আহ্বায়ক হলেন মো. আব্দুর রহিম (বিপ্লব) এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার ওমর ফারুক সরকার। ওমানের আহ্বায়ক হলেন মো. জাহাঙ্গীর খান আর সদস্য সচিব মো. মুক্তার হোসেন প্রধানীয়া। এদিকে, মালয়েশিয়ার আহ্বায়ক হলেন ড. এস এম রহমান তনু, সদস্য সচিব শামসুর আলম সিকদার (হেলাল শিকদার)।
কমিটির বাহারাইনের আহ্বায়ক হলেন- মো. আব্দুল আলীম এবং সদস্য সচিব দুলাল তালুকদার। কুয়েতের আহ্বায়ক হলেন ফাইজুর রহমান সুমন ও সদস্য সচিব লায়ন মো. শাহজালাল তালুকদার মহন। সৌদি আরব পশ্চিম অঞ্চলের আহ্বায়ক হলেন আলমগীর হোসেন ও সদস্য সচিব হানিছ সরকার উজ্জল। এদিকে, দক্ষিণ কোরিয়া কমিটির আহ্বায়ক হলেন মো. জাহাঙ্গীর হোসেন ও সদস্য সচিব হলেন ওমর ফারুক বাপ্পি খান।