শিরোনাম

ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস): জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ভ্যাট সংক্রান্ত অনলাইনভিত্তিক সকল কার্যক্রম এখন থেকে ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে সম্পন্ন করা হবে।
তিনি বলেন, বিদ্যমান আইভাস সিস্টেমের নাম পরিবর্তন করে ই-ভ্যাট সিস্টেম করা হয়েছে, তবে সিস্টেমের কার্যক্রম ও সেবায় কোনো পরিবর্তন হবে না।
আজ মঙ্গলবার এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারের সমন্বিত বাজেট ও হিসাব ব্যবস্থাপনা সিস্টেম আইবাস ও ভ্যাট অটোমেশন সিস্টেম আইভাস সিস্টেমের - এই দুইটির উচ্চারণগত মিলের কারণে বিভিন্ন পর্যায়ে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। এ জটিলতা নিরসনে জাতীয় রাজস্ব বোর্ডের ২০২৫ সালের ৬ষ্ঠ বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী আইভাস সিস্টেমের নাম পরিবর্তন করে ই-ভ্যাট সিস্টেম রাখা হয়েছে।
এনবিআর জানায়, ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে ভ্যাট সংক্রান্ত সকল অনলাইন কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে রয়েছে অনলাইনভিত্তিক ভ্যাট নিবন্ধন, অনলাইনে মূসক রিটার্ন দাখিল, এ-চালান ও ই-পেমেন্টভিত্তিক সকল লেনদেন।
এছাড়া রাজস্ব আদায়ে ভ্যাট সংক্রান্ত উপকরণ উৎপাদ সহগ (ইনপুট-আউটপুট কো-এফিসিয়েন্ট) মূসক ৪.৩ ফরমের মাধ্যমে দাখিল এবং পিকেআই সফটওয়্যারভিত্তিক অ্যাপসের মাধ্যমে রিয়েলটাইম ভ্যাট আদায় কার্যক্রমও ই-ভ্যাট সিস্টেমের আওতায় পরিচালিত হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনলাইনভিত্তিক ভ্যাট কার্যক্রমকে আরও সহজ, ব্যবহারবান্ধব ও কার্যকর করতে ই-ভ্যাট সিস্টেমের সক্ষমতা বৃদ্ধির কাজ চলমান রয়েছে।