শিরোনাম

ফেনী, ২২ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলার ছাগলনাইয়া উপজেলায় অভিযান চালিয়ে ২ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা ও একটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফারাজ হাবীব খান এ রায় প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফারাজ হাবীব খান আজ দুপুরে ছাগলনাইয়া উপজেলার মধ্যম শিলুয়া গ্রামে অবস্থিত রহমান ব্রিকস ইউনিট ২ তে অভিযান চালায়। এসময় রহমান ব্রিকস ২ এর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৩ লাখ টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।
একইদিন পাঠান নগর ইউনিয়নের মেসার্স মদিনা ব্রিকস ওয়ার্কস ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ২ লাখ টাকা জরিমানা ও ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।
অপরদিকে শান্তিরহাট সংলগ্ন শান্তিরহাট ব্রিকস ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় চিমনি ভেঙ্গে দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পরিদর্শক শাওন শওকত, সহকারী পরিচালক সিনিয়র কেমিস্ট তানবীর হোসেন, উপ পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা।
এ অভিযানে র্যাব, পুলিশ, ব্যাটেলিয়ান আনসার, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ সমিতির সমিতির সদস্যরা সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধ ভাবে ইটভাটা পরিচালনা করায় জেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তিনটি ইটভাটার কার্যক্রম বন্ধ ও ২ টি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।