বাসস
  ২২ ডিসেম্বর ২০২৫, ১৯:৩১

বাগেরহাটে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে উঠান বৈঠক 

ছবি : বাসস

বাগেরহাট, ২২ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকেল ৪টায় সদর উপজেলার বেমরতা ইউনিয়নের কেবি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। 

জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাটের জেলা নির্বাচন কর্মকর্তা আবু আনছার।

উঠান বৈঠকে সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন তার বক্তব্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সচেতনতা সৃষ্টি, ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার উপর গুরুত্বরোপ করেন।

উঠান বৈঠকে বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।