শিরোনাম

কক্সবাজার, ২২ ডিসেম্বর, ২০২৫ (বাসস): কক্সবাজারের ৪টি সংসদীয় আসন থেকে এ পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা বা জেলা প্রশাসকের কার্যালয় ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে আজ সোমবার বিকেল পর্যন্ত এসব প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহের তথ্যটি সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।
৯ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান বলেন, নির্বাচনকে স্বতঃস্ফূর্ত ও নিরপেক্ষ করতে যা যা করা প্রয়োজন তার সবটুকু করা হচ্ছে।
প্রার্থীদের মধ্যে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩ জন। তারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী সরওয়ার আলম কুতুবী ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসন থেকে মনোনয়নপত্র নিয়েছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী জিয়াউল হক। কক্সবাজার-৩ (কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও) আসন থেকে মনোনয়ন পত্র নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আমিরুল ইসলাম।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে মনোনয়ন পত্র নিয়েছেন, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী নুরুল হক।
নির্বাচন কমিশন ঘোষিত সংশোধিত তফসিল মতে, রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের সময় ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত।
আপিল নিষ্পত্তির সময় ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ গণভোট হবে ১২ ফেব্রুয়ারি।