বাসস
  ২২ ডিসেম্বর ২০২৫, ১৮:১১

জাবি ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে আটক ১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ (স্নাতক) ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে আজ একজন পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার দ্বিতীয় শিফটে বেলা সাড়ে ১১টার দিকে জহির রায়হান মিলনায়তন কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম সূত্র জানায়, ওই পরীক্ষার্থী মোবাইল ব্যবহার করে প্রশ্নপত্রের ছবি তোলেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (চ্যাটজিপিটি) ব্যবহার করে উত্তর সংগ্রহের পর ওএমআর শিট পূরণ করেন বলে অভিযোগ রয়েছে।

পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টরের কার্যালয়ে নেওয়া হয়।

জাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম জানান, পরীক্ষা শেষে আটক পরীক্ষার্থীর বিষয়ে একটি সুপারিশ সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের কাছে পাঠানো হবে।

তিনি আরও জানান, মোবাইল কোর্ট পরিচালনার জন্য ঢাকা জেলা প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।