শিরোনাম

দিনাজপুর, ২২ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ আসন্ন ‘বড়দিন’ (২৫ ডিসেম্বর) উদযাপন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দর সাথে দিনাজপুরের পুলিশ সুপার মতবিনিময় করেছেন।
আজ সোমবার দুপুর আড়াইটায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা।
এ সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা ও উপজেলাগুলোর বড়দিন উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উদযাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রয়োজনীয় সহযোগিতা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্টরা
তাদের মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন।
সভায় দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা ‘বড়দিন’ উদযাপন কমিটির নেতৃবৃন্দকে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।।
তিনি জানান, ‘বড়দিন’ যাতে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপিত হতে পারে সেজন্য জেলার প্রতিটি গির্জা ও চার্চে পর্যাপ্ত নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হয়েছে।