বাসস
  ২২ ডিসেম্বর ২০২৫, ১৭:০০

হবিগঞ্জে সাহিত্য ও গ্রন্থ মেলা উপলক্ষে আলোচনা সভা 

হবিগঞ্জে সাহিত্য ও গ্রন্থ মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

হবিগঞ্জ, ২২ ডিসেম্বর ২০২৫ (বাসস): হবিগঞ্জে সাহিত্য ও গ্রন্থ মেলা উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিক।

হবিগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, বৃন্দাবন সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. সুভাষ চন্দ্র দেব, হবিগঞ্জের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মো. জমির আলী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, মো. ফজলুর রহমান প্রমুখ। 

অনুষ্ঠান শেষে গুণীজনদের সম্মাননা প্রদান ও একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

সম্মাননা প্রাপ্তরা হলেন- হবিগঞ্জ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষাবিদ সাহিত্যিক অধ্যক্ষ সিরাজ হক এর পক্ষে তাঁর ছেলে সায়ের, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাহিত্যিক আইনজীবী এডভোকেট মো. শাহজাহান বিশ্বাস এর পক্ষে তাঁর ভগ্নিপতি বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ, প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক, লোক গবেষক সংগ্রাহক তরফদার মো. ইসমাঈল এর পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার ছোট ভাই এম ইসলাম তরফদার তনু, সদস্য কবি ও সাংবাদিক পার্থ সারথি চৌধুরীর পক্ষে কবি নাট্যকার সিদ্দিকী হারুন, দপ্তর সম্পাদক কবি গিয়াস চৌধুরীর পক্ষে বর্তমান সাধারণ সম্পাদক লেখক কবি এম এ ওয়াহিদ, সদস্য তাহির আলী বশনীর পক্ষে বশনী ইসলামি একাডেমির প্রধান শিক্ষক এম এ কাদের, সদস্য তাউছ মিয়া মহালদারের পক্ষে তার ছোট মেয়ে সহ-সভাপতি সৈয়দ হাছান ইমাম হোসাইনী চিশতির পক্ষে যুগ্ম সম্পাদক মো. কুদ্দুস আলী মনোহর, সহ-সভাপতি দ্রোহী কথা সাহিত্যিক ও ঔপন্যাসিক আব্দুর রউফ চৌধুরীর পক্ষে তার নাতি তানভীর তোহা সম্মাননা গ্রহণ করেন।

সাংগঠনিক সম্পাদক গবেষক সৈয়দ আব্দুল্লাহ পক্ষে তার ছোট ভাই সৈয়দ নুরুল ইসলাম, সদস্য আবদুল মুকতাদির এর পক্ষে তার মেয়ে ফাতিহা মুকতাদির সম্মাননা গ্রহণ করেন।

মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা ২০টি স্টল বসেছে। আজ সোমবার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে মেলার সমাপ্তি ঘটবে।