শিরোনাম

লালমনিরহাট, ২২ ডিসেম্বর ২০২৫ (বাসস): লালমনিরহাট সীমান্ত এলাকা থেকে ভারতীয় গরু, জিরা, চিনিসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিঘলটারী বিওপির টহলদল পৃথক দুটি অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
আজ সকাল ৮টার দিকে আদিতমারী উপজেলার কাওয়ারচর এলাকায় টহলকালে ভারতীয় সীমান্ত থেকে গরুসহ কয়েকজন চোরাকারবারি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা গরু ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুটি ভারতীয় গরু জব্দ করা হয়।
এর আগে একই বিওপির আওতাধীন নামাটারী এলাকায় টহলকালে এক সন্দেহভাজন ব্যক্তিকে বাইসাইকেলযোগে আসতে দেখে বিজিবি চ্যালেঞ্জ করলে সে বাইসাইকেল ফেলে পালিয়ে যায়। এসময় তল্লাশি চালিয়ে ১২ কেজি ভারতীয় জিরা, ৩৮ কেজি চিনি, কম্বল এবং একটি বাইসাইকেল জব্দ করা হয়।
১৫ বিজিবি জানায়, জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য ২ লাখ ৮১ হাজার ৬৮০ টাকা।
এ বিষয়ে ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি সর্বদা সতর্ক। স্পর্শকাতর সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
তিনি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।