বাসস
  ২২ ডিসেম্বর ২০২৫, ১৬:২৬

রাজশাহী-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন

ছবি : বাসস

রাজশাহী, ২২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। 

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় গোদাগাড়ী উপজেলা নির্বাচন অফিস থেকে তার পক্ষে দলের নেতাকর্মীরা মনোনয়নপত্র ফরম উত্তোলন করেন।

মনোনয়ন ফরম উত্তোলন শেষে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মেজর শরীফ উদ্দিন সাংবাদিকদের জানান, আজকের দিনটি তার জন্য পবিত্র দিন। এই নির্বাচনী ট্রেনের প্রথম পদক্ষেপ হিসেবে মনোনয়নপত্র উত্তোলনের কার্যক্রম শুরু হলো। ধানের শীষ প্রতীকে মনোনয়ন তুলতে পেরে গর্বিত বলে উল্লেখ করেন তিনি।

মনোনয়ন ফরম উত্তোলনের সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সদর উদ্দীন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাবেক আহ্বায়ক আব্দুল মালেক, কাকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল হক সরকার, গোদাগাড়ী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আনোয়ারুল ইসলাম, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু ও  গোদাগাড়ী বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলন।

আরও উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মালেক, তানোর বিএনপির আহ্বায়ক হান্নান, কাকনহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক মাহবুব, বিএনপি নেতা উজ্জল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম অরন্য কুসুম, গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক বিপ্লব, গোদাগাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদ, সদস্য টনি সরকার, কাকনহাট পৌর যুবদলের আহ্বায়ক মশিউর রহমান প্রমুখ।