শিরোনাম

।। আজাদ রুহুল আমিন।।
বাগেরহাট, ২২ ডিসেম্বর ২০২৫ (বাসস): ২০২৫ সালের হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী জেলায় মোট ভোটার বেড়েছে ৬১ হাজার ৪০২ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগেরহাট অঞ্চলের সম্ভাব্য মোট ভোটারের সংখ্যা ছিল ১২ লাখ ৯৯ হাজার ৩০৯ জন।
‘ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫’ উপলক্ষে ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি- ২০২৫ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হয়। বাগেরহাট জেলা নির্বাচন কার্যালয় এ কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য ৫৬৩ জন তথ্য সংগ্রহকারী এবং ১১৬ জন সুপারভাইজার নিয়োগ করে ।
হালনাগাদের আগে, ৬ লাখ ৫৩ হাজার ৮৮৩ পুরুষ, ৬ লাখ ৪৫ হাজার ৪১৭ জন মহিলা ও ৯ জন হিজড়া ভোটার মিলে মোট ভোটারের সংখ্যা ছিল ১২ লাখ ৯৯ হাজার ৩০৯ জন। বর্তমানে জেলার মোট পুরুষ ভোটার ৬ লাখ ৮২ হাজার ৭৪৯, মহিলা ৬ লাখ ৭৮ হাজার ৩৪৮ এবং হিজড়া মোট ১৪ জন মিলে মোট ভোটারের সংখ্যা ১৩ লাখ ৬১ হাজার ১১১ জন। তফশীল ঘোষণা পর্যন্ত ভোটারের সংখ্যা বেড়েছে ৬১৪০২ জন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩ টি পৌরসভা, ৯ টি উপজেলা ও ৭৫ টি ইউনিয়ন নিয়ে বাগেরহাটের নির্বাচনি এলাকাকে ৪ টি আসনে বিন্যস্ত করা হয়েছে।
বাগেরহাট -১ আসন গঠিত হয়েছে ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী উপজেলা। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৭৫ হাজার ৫৬০ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৪৭ টি।
এরমধ্যে ফকিরহাট উপজেলায় রয়েছে ৮ টি ইউনিয়ন। এই আসনে পুরুষ ভোটার ৬৩ হাজার ৭১০ এবং মহিলা ভোটার ৬৫ হাজার ৩৮৭ জন। এই আসনে মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৯ হাজার ০৯৭ জন। এ আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৫২ টি।
মোল্লাহাট উপজেলায় ৭ টি ইউনিয়নে পুরুষ ভোটার সংখ্যা ৬১ হাজার ৫৫৫, মহিলা ভোটার ৫৭ হাজার ৭২৩ এবং হিজড়া ভোটার ১ জন। মোট ভোটার সংখ্যা ১লাখ ১৯ হাজার ২৭৯ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৪৬ টি। চিতলমারী উপজেলার ৭ টি ইউনিয়ন মিলে পুরুষ ভোটার ৬৫ হাজার ৫৭৭, মহিলা ভোটার ৬১ হাজার ৬০৬ এবং হিজড়া ভোটার ১ জন। এই আসনে মোট ভোটের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৮৪ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৪৯ টি।
বাগেরহাট -২ আসন বাগেরহাট সদরের ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা মিলে গঠিত হয়েছে। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৮ হাজার ৯ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৩৯ টি।
বাগেরহাট সদরে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৩১৪, মহিলা ১ লাখ ২৩ হাজার ২১০ ও হিজড়া ভোটার ৪ জন। মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৫২৮ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১০৩ টি। কচুয়া উপজেলার ৭ টি ইউনিয়ন মিলে পুরুষ ভোটার ৪৬,হাজার ৪২৬ জন। মহিলা ৪৭ হাজার ০৫৪ ও হিজড়া ভোটার ১ জন মিলে মোট ভোটারের সংখ্যা ৯৩ হাজার ৪৮১ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৩৬ টি।
রামপাল ও মোংলা উপজেলা নিয়ে গঠিত হয়েছে বাগেরহাট -৩ আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৮৬৪। এই আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১০৬ টি।
এর মধ্যে রামপাল উপজেলার ১০ টি ইউনিয়ন মিলে পুরুষ ভোটার ৭০ হাজার ৭৪২ এবং মহিলা ভোটার ৭২ হাজার ৩৮৭ জন। মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ১২৯ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৫৪ টি। মোংলা উপজেলার ৬ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা মিলে পুরুষ ভোটার ৬১ হাজার ৬১০, মহিলা ৬২ হাজার ১২১ ও হিজড়া ভোটার ৪ জন মিলে মোট ভোটারের সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৭৩৫ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৫২ টি।
বাগেরহাট -৪ মোরেলগঞ্জ উপজেলা ও শরনখোলা উপজেলা নিয়ে গঠিত হয়েছে। এই আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৬৭৮ জন। মোট ভোট কেন্দ্র ১৫৫ টি।
মোরেলগঞ্জ উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা মিলে পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৯৩৮ জন, মহিলা ১ লাখ ৩৫ হাজার ৫০৯ ও হিজড়া ভোটার ৩ জন মিলে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৭৩ হাজার ৪৫০ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১১৭ টি। শরনখোলা উপজেলার ৩ টি ইউনিয়নে পুরুষ ভোটার ৫৩ হাজার ৮৭৭ এবং মহিলা ৫৩ হাজার ৩৫১ জন। মোট ভোটারের সংখ্যা ১লাখ ০৭ হাজার ২২৮ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৩৮ টি।
বাগেরহাট জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আবু আনসার বাসসকে জানান, প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ এবং প্রশিক্ষণ কার্যক্রম প্রক্রিয়াধীন। জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন দেওয়া হবে। ভোট কেন্দ্রে আসন ভিত্তিক সহকারী কমিশনার নিযুক্ত সম্পন্ন হয়েছে।
তিনি জানান, ভোটকেন্দ্রে আনসার ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা দায়িত্ব পালন করবেন সেগুলো বাগেরহাট ডিএসবি কর্মকর্তা কর্তৃক নির্ধারিত হবে। বাগেরহাট জেলার রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসক ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে ৯ টি উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও দায়িত্ব পালন করবেন।
প্রার্থীদের মনোনয়ন ফরম ক্রয় বাবদ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সাথে ভোটার তালিকার ডিস্ক বাবদ আসন ভিত্তিক ভোটার কম বেশি সেই হিসেবে টাকা নির্ধারণ করা হয়েছে। বাগেরহাট -২ বাগেরহাট সদর ও কচুয়ার ভোটার তালিকা ক্রয় বাবদ ১৩০০ টাকা। মনোনয়ন ফরম কেনা যাবে জেলা রিটার্নিং কর্মকর্তার অবর্তমানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএম দায়িত্বে নিয়োজিত রয়েছেন। আজ সকাল ১১ টা পর্যন্ত ৯ টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলেও এই কর্মকর্তা জেলা রিটার্নিং কর্মকর্তার বরাত দিয়ে জানান।
জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আবু আনসার বাসসকে বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে টেকসই গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের সাধারণ মানুষকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। সঠিক ও যোগ্য প্রার্থীকেই ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। তবেই এ নির্বাচন সফল হবে।