শিরোনাম

নেত্রকোণা, ২২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলার দুর্গাপুর-শ্যামগঞ্জ সড়কের পূর্বধলা উপজেলায় ভারতীয় মাদকসহ তিন কারবারিকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে লাল মিয়া বাজারে চেকপোস্ট বসিয়ে পিকআপ ভ্যান তল্লাশি চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, জেলার কলমাকান্দা উপজেলার ঘোড়াগাঁও গ্রামের জাহাঙ্গীর উদ্দিন (৩০) ও জাকির হোসেন (২২) এবং দাওরাদাইর গ্রামের জামাল উদ্দিন (২৮)।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানও জব্দ করা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম জানান, গোয়েন্দা সূত্রে জানা যায় একটি মাদক চক্র সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ মাদক সংগ্রহ করে বিরিশিরি শ্যামগঞ্জ সড়ক দিয়ে নিয়ে যাচ্ছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সকালে লাল মিয়ার বাজারে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি অভিযান শুরু করা হয়। তল্লাশিকালে একটি পিক আপভ্যানে থাকা পুরোনো দশটি কার্টুনের ভেতর থেকে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্রান্ডের মাদক উদ্ধার করা হয়। মাদক পাচারে জড়িত থাকার দায়ে তিন কারবারিকে আটক করা হয়।
ওসি দিদারুল বলেন, আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর দুপুরে জেলা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়। বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।