শিরোনাম

ফেনী, ২২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় হতদরিদ্র ও বিধবা নারীদের সেলাই মেশিন দিয়েছে ফেনী প্রবাসী ফোরাম ইউএই।
আজ সোমবার দুপুরে ফেনী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে জেলার ৬ উপজেলার ১২জন নারীর মধ্যে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।
সাংবাদিক এম. এমরান পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফেনী প্রবাসী ফোরাম ইউএই এর যুগ্ম আহবায়ক নাছির উদ্দীন বেলাল।
সংগঠনের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়র হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন স্থানীয় প্রতিনিধি বাড়বকুণ্ডু হাই স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সাইফুল ইসলাম।
নাছির উদ্দিন বেলাল জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে মানবিক অনুদানের মাধ্যমে জেলার দরিদ্র বিধবা নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে সংগঠনের আহবায়ক ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ও সদস্য সচিব তসলিম নাসের এই উদ্যোগ নিয়েছেন। তারা দীর্ঘ সময় ধরে নানা সামাজিক উন্নয়ন কাজে সহযোগিতায়, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সহযোগিতা , প্রবাসে নিহত রেমিট্যান্স যোদ্ধাদের লাশ হস্তান্তরে কাজ করে যাচ্ছেন।