বাসস
  ২২ ডিসেম্বর ২০২৫, ১৪:৪০
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৭

গণতন্ত্রকামী সবার এক হওয়ার সময় এসেছে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ এবং হেনস্তার প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভায় সংহতি জানিয়ে বক্তব্য দেন। ছবি : বাসস

ঢাকা, ২২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সব গণতন্ত্রকামী সব মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে।

তিনি বলেন, ‘আমি জানি না আমরা এই মুহূর্তে কোন বাংলাদেশে দাঁড়িয়ে আছি। আমার বয়স ৭৮ বছর। সারাজীবন সংগ্রাম করেছি একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ দেখব বলে। আজ যে বাংলাদেশ দেখছি, এ বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি।’

আজ সোমবার প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ এবং সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবীরকে হেনস্তার প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সভায় সংহতি জানাতে এসে তিনি এ কথা বলেন।

প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এই যৌথ প্রতিবাদ সভার আয়োজন করে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ এবং মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব)।

সম্প্রতি দু’টি জাতীয় দৈনিকের কার্যালয় এবং একটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার প্রসঙ্গ তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘আজ শুধু প্রথম আলো বা ডেইলি স্টারের ওপর নয়, গণতন্ত্রের ওপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, কথা বলার যে অধিকার তার ওপর আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের ওপর আঘাত এসেছে। কারণ, জুলাই যুদ্ধ ছিল এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। আজকে সেই জায়গায় আঘাত এসেছে।’

তিনি বলেন, ‘কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সংগঠন নয়, সব গণতন্ত্রকামী মানুষের এখন এক হওয়ার সময় এসেছে। যারা অন্ধকার থেকে আলোতে আসতে চাই, যারা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি স্বাধীন-সার্বভৌম ও গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চাই, তাদের শুধু সচেতন হলেই চলবে না, রুখে দাঁড়াতে হবে। এখন রুখে দাঁড়ানোর সময়।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আমি আপনাদের আহ্বান জানাই, এখানে এসে শুধু একাত্মতা ঘোষণা বা মানববন্ধনে সংহতি প্রকাশেই যেন বিষয়টি সীমাবদ্ধ না থাকে। যারা বাংলাদেশকে ভালোবাসেন, তারা সবাই সর্বক্ষেত্রে ঐক্যবদ্ধ হন। এই অপশক্তিকে রুখে দিতেই হবে।’

প্রতিবাদ সভায় নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি এ কে আজাদসহ সম্পাদক পরিষদের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী সংগঠন, সাংবাদিক সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ সভায় সংহতি জানান। সভা শেষে তাঁরা প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পাশের সড়কে মানববন্ধন করেন।