শিরোনাম

সরকার এম. শহীদুজ্জামান
গাইবান্ধা, ২২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলার উৎসাহী কৃষকরা এই মৌসুমে উন্নত জাতের আলু চাষের জন্য তাদের জমি প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন। অর্থনৈতিক লাভের আশায় তারা কম সময়ে উন্নত জাতের আলু চাষ করে বাড়তি লাভের জন্য এ উদ্যোগ নিয়েছেন।
স্থানীয় ব্যবসায়ী ও আলু চাষিদের সাথে কথা বলে জানা যায়, আগের বছরগুলোর তুলনায় এ বছর স্থানীয় বাজারে আলুসহ সব ধরনের সবজি বেশি দামে বিক্রি হচ্ছে।
এতে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন। এই মৌসুমে কৃষকরা আলুর জাত অনুযায়ী ন্যায্য দাম পাওয়ার মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হবেন বলে আশা করছেন।
জানা যায়, আলুর দাম ভালো হওয়ায় কৃষকরা আলু চাষের উপর বেশি ঝুঁকছেন। কেউ কেউ দেরি না করে টি-আমন ধান কাটার পরপরই উন্নত জাতের আলু চাষের জন্য তাদের জমি প্রস্তুত করছেন।
অনেক কৃষক আমন ও বোরো মৌসুমের ব্যবধানে অতিরিক্ত ফসল পেতে অতিরিক্ত আয়ের লক্ষ্যে অন্যান্য সবজি চাষের জন্য তাদের জমি প্রস্তুত করছেন।
কৃষক বাবলু মিয়া বাসসের সাথে আলাপকালে বলেন, আমন ধান কাটার পর জমি পতিত না রেখে আলু চাষ শুরু করি। বীজ, সারসহ সব কৃষি উপকরণের দাম বাড়ায় আলু চাষেরও খরচ বেড়েছে। তবে, আলুর বর্তমান বাজার মূল্য অব্যাহত থাকলে তার জমিতে উৎপাদিত আলু চাষ করে লাভবান হওয়া যাবে বলে তিনি আশাবাদী।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) কৃষিবিদ আতিকুল ইসলাম বলেন, চলতি মৌসুমে জেলায় ১২,০৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এ বছর জেলায় ২৫০ হেক্টর জমিতে উন্নত আলু চাষ করা হবে। কৃষি বিভাগ কর্তৃক নির্ধারিত লক্ষ্যমাত্রা এ মৌসুমে ছাড়িয়ে যেতে পারে।
তিনি বলেন, কৃষকদের আলু চাষকে ব্যাপকভাবে সফল করার জন্য কারিগরি পরামর্শ এবং সহায়তা দেওয়া হচ্ছে।