বাসস
  ২২ ডিসেম্বর ২০২৫, ১৩:০৩
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ১৩:০৯

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে গতকাল রোববার বিকেলে শহরের সিদ্দিক সুপার মার্কেটের সামনে এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতি সভা ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাসস

সাতক্ষীরা, ২২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে গতকাল রোববার বিকেলে শহরের সিদ্দিক সুপার মার্কেটের সামনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুজ্জামান সজিবের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলনেতা রুহুল আমিন, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা মহিউদ্দিন কুরাইশি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মহসিন হোসেন, ফিরোজ হোসেনসহ দলীয় নেতা কর্মীরা।

বক্তারা এ সময় বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু বিএনপির জন্য নয় বরং গণতন্ত্রকামী মানুষের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। দীর্ঘ প্রবাস জীবনেও তিনি দলকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাহসী নেতৃত্ব দিয়ে আসছেন।

বক্তারা আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে তারেক রহমানের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন পুন:প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে।

শুভেচ্ছা মিছিলে এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।