বাসস
  ২১ ডিসেম্বর ২০২৫, ১২:৫১
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৫

ধলেশ্বরী নদীতে ফেরি দুর্ঘটনায় নিহত ৩

নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। ছবি : বাসস

নারায়ণগঞ্জ, ২১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যান পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বক্তাবলী ও নরসিংপুর ঘাটের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে রাত দেড়টার দিকে নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশের ডুবুরি দল। এর কয়েক ঘণ্টা ঘটনার পর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

নিহতরা হলেন, সিঙ্গাপুর প্রবাসী মাসুদ রানা (৩০), মোটরসাইকেলচালক মো. রফিক (৩৫) ও ভ্যানচালক মো. স্বাধীন (২৫)।

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে নয়টার দিকে নরসিংপুর ঘাট থেকে ছেড়ে আসা একটি ফেরি বক্তাবলী ঘাটের দিকে যাচ্ছিল। ফেরিটি মাঝ নদীতে পৌঁছালে এতে থাকা একটি ট্রাক হঠাৎ চালু হয়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা দুটি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল ও একটি রিকশা ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় ফেরির রেলিং ভেঙে ট্রাকসহ পাঁচটি যানবাহনই নদীতে পড়ে যায়। ঘটনার পর ট্রাকের চালক সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন তিনজন। খবর পেয়ে রাতেই নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে।

মোটরসাইকেলচালক রফিক গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে ভ্যানচালক স্বাধীন এবং মাসুদ নামে আরও দুই নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান এ বিষয়ে বলেন, ফেরি দুর্ঘটনায় আহত হয়ে রফিক নামের একজন হাসপাতালে মারা গেছেন। নিখোঁজ স্বাধীন ও মাসুদ নামের দুইজনের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।