বাসস
  ২১ ডিসেম্বর ২০২৫, ০০:১৮

মুক্তিযুদ্ধের উপ-সেনাপতি এ কে খন্দকার বীর উত্তমের মৃত্যুতে রাষ্ট্রপতি শোক

এ কে খন্দকার বীর উত্তম। ফাইল ছবি

ঢাকা, ২০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মুক্তিযুদ্ধের উপ-সেনাপতি, সাবেক বিমান বাহিনী প্রধান ও সাবেক মন্ত্রী এ কে খন্দকার বীর উত্তমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

আজ সন্ধ্যায় এক শোক বার্তায় রাষ্ট্রপ্রধান ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে এ কে খন্দকারের অবদানকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।