বাসস
  ২০ ডিসেম্বর ২০২৫, ২০:২৯

যশোরে ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া

ছবি : বাসস

যশোর, ২০ ডিসেম্বর ২০২৫ (বাসস) : জেলায় আজ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুর দুইটায় যশোর ঈদগাহ ময়দানে সর্বস্তরের ছাত্র-জনতা যোহরের নামাজ আদায় করেন। পরে একইস্থানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ‘সর্বস্তরের জনতা’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

দোয়া অনুষ্ঠানের আগে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ আসনে বিএনপি’র সংসদ সদস্য প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।

এ সময় অন্যদের মধ্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, শহিদুল বারী রবু, হাজী আনিসুর রহমান মুকুল, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল ও সদস্য সচিব রাজেদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের সভাপতি তরিকুল ইসলাম তারেক, এনসিপি যশোর জেলার প্রধান সমন্বয়কারী নূরুজ্জামান ও যুগ্ম সমন্বয়কারী সাজিদ সরোয়ার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদ খান, ছাত্র সংগঠক মারুফ হোসেন সুকর্ণ, ফামিত আল ফাত্তাহ, আমানুল্লাহ আমান, এসকে সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।