বাসস
  ২০ ডিসেম্বর ২০২৫, ২০:২১

সাতক্ষীরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল 

ছবি : বাসস

সাতক্ষীরা, ২০ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার বিকালে সাতক্ষীরা পৌর মিলনায়তনে ‘৯০ দশকের ছাত্রদল’-এর উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

৯০ দশকের সাবেক ছাত্রদলনেতা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ দোয়া মাহফিলে জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু,  সাবেক আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, '৯০ দশকের ছাত্রদল'-এর সমন্বয়ক আহসান উল্লাহ টুটুল, বিএনপি নেতা নাসিম ফারুক খান মিঠু সহ  ‘৯০ দশকের ছাত্রদল’ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা বিএনপি সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাসুদ মোস্তফা সোহেল এবং দোয়া পরিচালনা করেন জেলা ওলামাদলের সাবেক সভাপতি আনিসুর রহমান।

এ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।