শিরোনাম

মাদারীপুর, ২০ ডিসেম্বর ২০২৫(বাসস): মাদারীপুর পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে মাহফুজ রহমান শিষ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই নারী।
আজ শনিবার বিকেলে মাদারীপুর শহরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন সার্বিক তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহফুজ রহমান শিষ মাদারীপুর পৌর শহরের পুরাতন বাজার এলাকার ফিরোজ শাহের ছেলে। আহতরা হলেন মাহমুদা বেগম (৩৫) ও নরুন্নাহার বেগম (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী একটি অটোরিকশা ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রীরা আহত হন।
আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহফুজ রহমানকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর থানার এএসআই আব্দুর রাজ্জাক মাহফুজ রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।