বাসস
  ২০ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৬

নরসিংদীতে চার মাদক কারবারি গ্রেপ্তার

নরসিংদী, ২০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলার বেলাবো উপজেলায় ৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেলাবো থানার উপপরিদর্শক (এসআই) আরিফের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি বাসস্ট্যান্ড জামে মসজিদ সংলগ্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করে বিশেষ অভিযান চালায়। এসময় ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পাবনা জেলার আমিনপুর উপজেলার কাশিনাথপুর গ্রামের আসলাম (৪২) এবং নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার হরিহরদী গ্রামের আব্দুল্লাহ আল মামুন ওরফে শিপন (৫০)।

একই দিন পৃথক আরেকটি অভিযানে বেলাবো উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় লাবিবা বাস কাউন্টারের সামনে থেকে ৪ কেজি গাঁজাসহ আরও দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শরীফ আহম্মেদ (২০) ও মো. শান্ত (২১)।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, পৃথক দুটি অভিযানে মোট ৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় বেলাবো থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।