শিরোনাম

নীলফামারী, ২০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় জলঢাকা উপজেলায় আজ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নুর ইসলাম (৪৩) নিহত হয়েছেন।
আজ শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে জেলার জলঢাকা উপজেলার কাঁঠালী দেশিবাই মুন্সিপাড়া গ্রামে তিস্তা সেচ খালের পরিদর্শন সড়কে এঘটনা ঘটে।
নিহত নুর ইসলাম নীলফামারী জেলার জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের সবুজপাড়া গ্রামের ওছমান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুর ইসলাম মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে তিস্তা সেচ খালের পরিদর্শন সড়ক ধরে উপজেলার দুন্দিবাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একপর্যায়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নুর ইসলাম নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল আলম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।